এসো বেদুইন হই, জব লাইফ, সম্পূর্না ও লোকি | নিশনামা ডাইজেস্ট ০৪
নিশনামা ডাইজেস্টের চতুর্থ ইস্যুতে স্বাগতম!
পিউহ! চার চারটা ইস্যু বেরিয়ে গেল তাহলে। যাক আস্তে আস্তে নিজের আলসেমি কাটিয়ে উঠতে পারছি। আমার ইচ্ছা এই বছর অন্তত ২৭ টা নিশনামা ডাইজেস্টের ইস্যু বের করা। এই ইস্যুগুলোতে আমি এমন সব টপিক নিয়ে লিখতে চাই যেগুলা নিয়ে বাংলায় অন্য কেউ লিখছে না।
তাই, প্রতি শুক্রবার রাত আটটায় নিশনামা ডাইজেস্টের নতুন ইস্যু মিস করবেন না!
Photo by Nakie Hammock on Unsplash |
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
বেদুইন – Alternative Skill Development
বেদুইন হচ্ছে বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম। এই গ্রুপটি আমি বানিয়েছিলাম এই উদ্দেশ্যে যে এখানে আমি অল্টারনেটিভ স্কিল ডেভেলপমেন্টের যত রিসোর্স বাংলা ভাষায় পাব তা খুঁজে খুঁজে এখানে এনে একসাথে করা। যাতে অন্য কেউ সহজেই রিসোর্সগুলা এখান থেকে সংগ্রহ করতে পারে।
প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে অল্টারনেটিভ স্কিল ডেভেলপমেন্টকে আমি বেশি গুরুত্ব দেই। কারণ আমি বিশ্বাস করি যে এটাই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। পড়াশুনা শিক্ষার দৌড়ে আমাকে বোটানি নিয়ে পড়তে হলেও পরবর্তীতে আমার প্যাশন আর ইচ্ছার কারণে আমি এখন আইটি সেক্টরে আজ ডিজিটাল মার্কেটার হিসেবে একটি আইটি কোম্পানিতে জব করছি। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র অল্টারনেটিভ স্কিল ডেভেলপমেন্টে আমার আগ্রহ থাকার কারনে।
আমার ব্যক্তিগত বিশ্বাস আমাদের উচিত বাচ্চাদের ছোটবেলা থেকেই অন্য সব স্কিলে দক্ষ গড়ে তোলা। কারণ কম বয়সইহচ্ছে শেখার উপযুক্ত সময়। কারণ তখন শেখাটা সহজ ও প্রাকৃতিক হয়। এখন যারা প্যারেন্টস আমি তাদের অনুরোধ করব, আপনাদের বাচ্চাকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যেকোন এক বা দুইটি স্কিলে পারদর্শী করে গড়ে তুলুন। আপনার বাচ্চার প্যাশন বা ভালোবাসা কোন জায়গায় সেটা চিন্থিত করে সেখানে সময় ও সাপোর্ট দিলে সবচেয়ে ভালো হয়।
আপনার বাচ্চা যদি ছবি আকায় পারদর্শী হয় তাহলে সেখানে সাপোর্ট দিন, ভালো ক্রিকেট খেলতে পারলে সেখানে কিংবা ভালো প্রোগ্রামিং পারলে সেখানে সময় দিন। বাচ্চাকেই সিলেক্ট করতে দিন সে কি শিখতে চায়, কিসে তার আগ্রহ।
বেদুইন গ্রুপে আমি বেশ কিছু বাংলা কোর্স একত্রিত করেছি। আগ্রহীরা সেগুলা দেখতে পারেন। প্রায়ই আমি গ্রুপে আর বেদুইন পেইজে নতুন অনেক রিসোর্স শেয়ার করার চেষ্টা করি। গ্রুপে জয়েন করে অথবা পেইজে লাইক দিয়ে সেগুলো ফলো করতে পারেন।
উদাহারণঃ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development), বেসিক ওয়েবসাইট ডিজাইন, জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠান “সম্পূর্না”
(ছবি- প্রথম আলো) |
সিলেটের নারী উদ্যোক্তাদের নিয়ে আমার সহ-ধর্মিনী আরাধনা মুকিত রিয়া সম্প্রতি অনলাইনে একটি লাইভ রেডিও অনুষ্ঠান শুরু করেছেন, নাম “সম্পূর্না”। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে একজন নারী উদ্যোক্তা উনার সাথে লাইভে জয়েন করে নিজের কথা, নিজের উদ্যোগের কথা সবার সাথে শেয়ার করেন। যারা নারী উদ্যোক্তা হিসেবে শুরু করতে চান তারা AG Radio ফেসবুক পেইজে এই লাইভ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার দেখতে পারেন।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
জব লাইফ – আই এম লাভিং ইট!
নতুন জবে ঢুকার আমার প্রায় তিন মাস হয়ে গেল! সবকিছুই ঠিকঠাক মতো চলছে আলহামদুলিল্লাহ! নতুন জব লাইফে অভ্যস্থ হতে যদিও একটু সময় লেগেছে কিন্তু সময়টুকু অনেক ভালো কাটছে। ইচ্ছা ছিল অফিসে গিয়ে নিয়মিত অফিস করার কিন্তু করোনার কারণে এখন পর্যন্ত হোম অফিসই করছি। অফিসের প্রানবন্ত সময়টা আর পরিবেশটা মিস করছি।
আমার জীবনের দীর্ঘ সময় আমি কোন চাকরি করি নাই। এটা আমার প্রথম চাকরি। অনার্স – মাস্টার্স পাশ করে বের হওয়ার পর কিছুদিন চাকরির পেছনে ছোটাছুটি করে পরে চাকরির আশা ছেড়ে নিজের ফ্রিল্যান্সিং নিয়ে লেগে পড়ি। এর পাশাপাশি নিজের এফিলিয়েট প্রজেক্ট, নিজের নিশ সাইট নিয়েই কাজ করতাম।
বিয়ের পর করোনার সময়ই প্রথম চিন্তা করি চাকরিতে ঢুকার। আমি ভাগ্যবান যে খুব কম সময়েই আমি চাকরিতে ঢুকতে পারছি। সবচেয়ে বড় ব্যাপার, আমি আমার প্যাশন আমার পছন্দের সেক্টরে কাজ করতে পারছি। সব আল্লাহতায়ালার শুকরিয়া। প্রায় এক যুগ ফ্রিল্যান্স লাইফ লিড করার পর এখন একটা রুটিনে নিজের লাইফকে নিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ!
রুটিন লাইফ অনেক সময় বোরিং হতে পারে অনেকের কাছে। কিন্তু আমার জন্য এটা খুব দরকারী ছিল। আমি আমার জীবনের এই চ্যাপ্টারটা অনেক উপভোগ করছি। দেখা যাক, আমার ভবিষ্যৎ আমার জন্য কি সারপ্রাইজ রেখেছে!
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
প্রোডাক্টিভিটি টিপ
এক মাস, প্রতিদিন একটি করে কাজ করুন। নিয়মিত প্রতিদিন। এই কাজকে অভ্যাসে পরিণত করুন।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
মোবাইল কম্পিউটার স্ক্রিনের কারণে স্লিপ সাইকেল কেন এলোমেলো হয়ে যাচ্ছে?
মূলত সারাদিন ঘরের মধ্যে থাকলে, আমাদের বডি কখন দিন আর কখন রাত, এই ব্যাপারটা একটা সময় মিসম্যাচ করে ফেলতে পারে। এক্ষেত্রে সকালে সূর্যের আলো গায়ে লাগালে বডির ন্যাচারাল স্লিপ সাইকেলে সুবিধা হয়। এই নিয়ে দেখতে পারেন সাদমান সাদিকের এই ভিডিওটিঃ
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
লেডি লোকি এসে গেছে!
ডিসনি প্লাসে প্রচারিত মার্ভেল স্টুডিওর “লোকি” সিরিজটা দেখছেন কে কে? এই মুহুর্তে লোকি পুরাই আগুন সিরিজ। সম্প্রতি মার্ভেল হেড কেভিন ফাইগি বলেছেন যে, লোকি সিরিজ মার্ভেলের পরবর্তী সব মুভিকে প্রভাবিত করবে। অহ, একটা স্পলার এলার্ট- লেডি লোকি এসে গেছে!
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
এ সপ্তাহের ছবি
Milky Way from Indian Astronomical Observatory located 4500m above sea level |
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
এ সপ্তাহের উক্তি
“নারীরা পৃথিবীর অর্ধেক। বাকি অর্ধেকের জন্মও তাঁরাই দেন৷ ফলত যেন তাঁরাই সমগ্র পৃথিবী।”
– ইমাম ইবনুল ক্বাইয়্যিম (রহ.)
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি। প্রতি শুক্রবার নতুন ইস্যু আসবে, ইনশা আল্লাহ! ইস্যু ০৪ কেমন লাগলো কমেন্টে জানাবেন।
– নিশাত শাহরিয়ার
আগের ইস্যু পড়ুন এখানেঃ
আমাকে ফলো করতে পারেনঃ
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- আমি | কবিতা
- টাকা দিয়ে মোটিভেশনাল সেমিনার এটেন্ড করা মানেই ফাউল? ধান্দাবাজি? | বাঁকা চোখে
- বইয়ের পাতায়, বইয়ের ঘ্রানে……ও আমার সোনালি দিন!
- শেরি | উপন্যাস | প্রথম পর্ব
- আমার লাইব্রেরি | বইয়ের তালিকা
- বিরামচিহ্ন | কবিতা
- মধ্যরাতের পঙতিমালা 💔💔💔 | অনু কবিতা
- এবং “বিয়ে”
- ওরা রোদ্দুর হতে চেয়েছিল | কবিতা
- আমার এই আঙিনায় তোমার পায়ের ছাপ কখনো পড়বে না! | কবিতা
- যে বই পড়লামঃ জুবোফ্স্কি বুলভার- মশিউল আলম | পাঠ প্রতিক্রিয়া | বুক রিভিউ
- হেই ফেলিসিয়া! | কবিতা
- পপুলার হওয়া আর বিখ্যাত হওয়া দুইটা দুই জিনিস | উক্তি ১
- ফিলিস্তিনিদের জন্য হ্যাশট্যাগ কতটা কার্যকরী?
- ইন্ট্রোভার্ট লিডারশীপ, ফ্যামিলি ম্যান সুপারম্যান, ফ্রি প্যালেস্টাইন | নিশনামা ডাইজেস্ট ০১
- ভূমিকম্প, গলফারদের ধৈর্য্য, সিলিকন ভ্যালী, লায়োনেল মেসি | নিশনামা ডাইজেস্ট ০২
- ইস্যুময় ফেসবুক, ক্রিশ্চিয়ানো রোনালদো ও ইসরো | নিশনামা ডাইজেস্ট ০৩
- এসো বেদুইন হই, জব লাইফ, সম্পূর্না ও লোকি | নিশনামা ডাইজেস্ট ০৪
- লকডাউন, ওয়ার্ডপ্রেস ডিল, ক্রিয়েটিভিটিরও দাম আছে! | নিশনামা ডাইজেস্ট ০৫
- ট্র্যাজেডি, জাপানের বাচ্চারা ও আত্নবিশ্বাসী নারী | নিশনামা ডাইজেস্ট ০৬