আমাদের উদযাপনের ভয়াবহতা, ডায়নোসর, ইলন মাস্ক ও গাযা | নিশনামা ডাইজেস্ট ২৮

নিশনামা ডাইজেস্টের ২৮তম ইস্যুতে স্বাগতম!

এটা ২০২২ সালের প্রথম ইস্যু। আমি চাইছিলাম ভালো কিছু দিয়ে এটার শুরু করতে কিন্তু আমাদের বাঙালীদের উৎসব উদযাপনের ভয়াবহতা আমাকে বছরের শুরুতেই হতাশ করে রেখে দিয়েছে!

যাই হোক সেটা নিয়ে পরে আলোচনা করব। তা এই নতুন বছরের রেজুলেশন কি আপনার? নাকি নিউ ইয়ার রেজুলেশনে আপনি বিশ্বাস করেন না? 

নিশনামা ডাইজেস্ট ২৮ নিশাত শাহরিয়ার
Photo by Peter John Maridable on Unsplash

আমার ২০২২ সালের জন্য রেজুলেশন হচ্ছে এটিঃ

“বোল্ড ডিসিশন নিতে পিছপা হব না এবং ভুল করব।এই ভুল থেকে শিখতে চেষ্টা করে যাব। ভুল করা থেকে শেখাটাই আপনাকে আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে উঠতে সাহায্য করে।”

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এই সপ্তাহের ভাবনা

“সেইসব লোকদের এড়িয়ে চলুন যারা আপনার মানসিক শান্তির জন্য ক্ষতিকর!”

আমাদের উদযাপনের ভয়াবহতা

ফানুস উড়ানোর ফলে বাসায় আগুন
সোর্স- টিবিএস নিউজ

আমরা বাঙালীরা মনে হয় সব উৎসব নিয়েই চূড়ান্ত রকম বাড়াবাড়ি করতে পছন্দ করি।

এইবারের ইংরেজি নববর্ষ ২০২২ উদাযপন যেন তার প্রকৃত উদাহারণ।

এইবারের নববর্ষে মানুষ আতশবাজি ফুটিয়ে তার আশেপাশের মানুষদের কান ফাটিয়ে দিয়েছে, শব্দ দূষণে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ অসুস্থ রোগী কেউই শান্তিতে বছরের শুরুর দিনে ঘুমাতে পারে নি।

ফানুস উড়িয়ে যেততেন ভাবে উদযাপন করতে গিয়ে নানান জায়গায় আগুন লাগিয়েছে!

প্রায় ২০০ স্থান থেকে আগুন লাগার সংবাদ পেয়েছে ৯৯৯ কলে। এই সবই আমাদের উদযাপনের ভয়াবহতা!

এটা দেখুন। আগুন লাগে এভাবে


 

এই পোস্টেই অনিক বড়ুয়া নামের একজন কমেন্ট করেছেন-

“বৌদ্ধ ধর্মের আবশ্যকীয় পবিত্র অনুষঙ্গ ফানুসের বিকৃত রূপ অল্পদামী চাইনিজ ফানুসের অপরিণত এবং যথেচ্ছ ব্যবহার একদিন ফানুসের ধর্মীয় ব্যবহারকেই নিষিদ্ধের কাতারে ফেলে দিবে।
ফানুস বানানো এবং ওড়ানো-দুইটাই এক্সপার্ট হাতের কাজ। পুরোটা না জানা মানে আগুন নিয়েই খেলা। আপনার আনন্দ যেন অন্য কারো বিষাদের বস্তু না হয়।”

এইটা আমিও জানতাম না। সবকিছু নিয়ে যে আমরা বাড়াবাড়ি করে এটা আর নতুন কি!

আমার ফ্রেন্ডলিস্টের বড় ভাই ফাহাদ মোহাম্মদ লিখেছেন–

“আমার কাছে ফটকা ফোটানো আর আতশবাজি করাকে মনে হয়ে মানুষের সবচেয়ে বড় পৈশাচিক উৎসব। রাতের আঁধারে ঘুমিয়ে থাকা প্রাণী গুলো কতটা ভীতিকর সময় পার করে সেটা একটা শিশুর কান্নায় বুঝা যায়।
ইতিহাস জুড়ে মানুষ সব থেকে বেশি আনন্দ পেয়েছে পৈশাচিক উৎসবে। মানুষ আধুনিক হচ্ছে কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে সে পৈশাচিক কর্মকাণ্ডে আনন্দ পাচ্ছে বেশি।
প্রকৃতি বিরোধী প্রত্যেকটা কাজ প্রকৃতির জন্য ক্ষতিকর।”

উনার এই কথার সাথে আমি একমত। আতশবাজি ফুটানোর সময় পশুপাখি গুলোর কথা চিন্তা করেন একবার! কয়েকটা ভিডিও দেখলাম অনেক পাখি কারো কারো ঘরে ভীতসন্ত্রস্ত হয়ে ঢুকে উড়াউড়ি করছে। কতটা অসহায় ওরা চিন্তা করা যায়!

New Year নিয়ে আমাদের বাড়াবাড়ি দেখলে আমার এই মিমের কথা মাথায় আসে।

নিউ ইয়ার নিয়ে এলিয়েন মিম

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ টেক

আপনি যদি ইলন মাস্কের ফ্যান বয় হয়ে থাকেন আমার মতো তাইলে এই সেকশন আপনি খুব ভালো ভাবে উপভোগ করবেন আজ! কারণ অনেক গুলো ইলন মাস্ক নিয়ে ভিডিও এই সেকশেন আমি শেয়ার দিচ্ছি।

ব্যবিলন বির সাথে ইলন মাস্কের রিসেন্ট এই পডকাস্ট এখন পর্যন্ত আমার ইলন মাস্কের সেরা একটা ইন্টারভিউ।

ইলন মাস্ক ভার্সেস জেফ বেজোস – একজন কেন সবার পছন্দের আর অন্য জন কেন এত অপছন্দের?

মহাকাশঃ বিলিওনিয়ারদের মাঝে ইগো কম্পিটিশনের নতুন জায়গা?

কোড কন ২০২১ এ ইলন মাস্কের সম্পূর্ণ ইন্টারভিউ

◘ এত বড় কোম্পানির সিইও আর বিলিওনিয়ার হয়েও ইলন মাস্ক টুইটারে কেন এত এক্টিভ?

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন ফ্রি

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
কোর্স B01: ফটোগ্রাফী
কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
কোর্স B08: রোবটিক্স পরিচিতি
কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
কোর্স B011: রন্ধনকলা ১০১
কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ ইউটিউব থেকে

ডায়নোসরদের বিলুপ্তির পর আমাদের পৃথিবী ঠিক কেমন ছিল? ঠিক কিভাবে পরিবর্তন হয়ে আজকের পৃথিবী হলো?

◘ কিভাবে ছোট খাটো ইনভেস্টর দের দল বড় বড় বিলিয়ন ডলার হেজ ফান্ডদের নাকানিচুবানি খাইয়ে দিয়েছিল গত বছর? আপনি যদি মিম স্টক আর ওয়াল স্ট্রিট বেটস ফলো করে থাকেন তাহলে এই ডকুমেন্টারি আপনার কাছে সেই ভালো লাগবে।

 
◘ পার্সোনাল ফিন্যান্স নিয়ে যাদের আগ্রহ তারা গ্রাহামের এই পডকাস্টটি দেখতে পারেন যেখানে সে একজন অনলিফ্যানস মডেলের সাক্ষাৎকার নিয়েছে যে মাসে দুই লাখ ডলার আয় করে!

 
***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ পপ-কালচার

রাত জাগা ফুল ছবির ট্রেইলার। এই ছবিটা দেখার ইচ্ছা আছে। মীর সাব্বির এখানে ফাটিয়ে দিয়েছেন!

লিওনার্দো ডি ক্যাপ্রিওকে কে না ভালোবাসে? তার জীবনটা তার মুভির মতোই নানান চমকপ্রদ ঘটনায় ভরা।

 
ভ্যানিটি ফেয়ার বিলি আইলিশ এর একটা ধারাবাহিক ইন্টারভিউ নেয় প্রতি বছর। এখানে বিলি একই প্রশ্নের উত্তর প্রতি বছর দেয়। একজন মানুষ কিভাবে পরিবর্তিত হয় তার চমৎকার উদাহারণ এই ভিডিওটা।

 
◘ সামবডি সেইভ মি!!!! স্মল্ভিল যারা দেখে এসেছেন তাদের কাছে এই ইন্ট্রো সং অনেক প্রিয় যেমন আমার! এই ভিডিওতে সিজন এক থেকে ১০ পর্যন্ত সব অপেনিং সিন আছে!

 
***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

ইন্ডিয়ান শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এ সপ্তাহের গান

চাইতেই পারো আবার সেই জোসনা… অর্থহীনের চাইতে পারো কার না ভালো লাগে। এই পিচ্চি মেয়ের কাভারটা আমার সেই ফানি লেগেছে।

আসলটাও শুনুন। 

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এ সপ্তাহের ফ্যাক্ট

সোশ্যাল মিডিয়ার শক্তি কতখানি তা অনেক সময় আমরা বুঝতে পারি না। একটা উদাহারণ দেই।

‘Nimco Happy’ নামের একজন অচেনা সোমালি গায়িকার এই গানটার ছোট একটা অংশ টিকটকে বেশ ভাইরাল হয়। 

 এই ভাইরাল হওয়ায় কি হয়েছে জানেন?

— তার গান টিকটকে ১ লাখের উপর ব্যবহার হয়েছে!
— ইউনিভার্সেল মিউজিকের সাথে তার নতুন রেকর্ডের জন্য ডিল সাইন করেছে!
— সমস্ত সোশ্যাল মিডিয়ায় ২ লাখ ২৫ হাজারের বেশি ফ্যান ফলোয়ার পেয়েছে!

টিকটক আর সোশ্যাল মিডিয়া এভাবেই অনেকে ক্রিয়েটরদের লাইফ চেঞ্জ করে দিচ্ছে। আগামীতেও দিবে!  
***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এ সপ্তাহের ছবি

গাজা আসলেই সুন্দর!

❤❤❤ pic.twitter.com/h53YmT8lcT

— Aya Isleem 🇵🇸 #Gaza (@AyaIsleemEn) December 20, 2021

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

♣ এই সপ্তাহের উক্তি

 “মাঝে মাঝে অনেক কিছু বলার থাকলেও আপনাকে চুপ থাকতে শিখতে হবে।”

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

২৮ তম ইস্যু কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি বৃহস্পতিবার পড়ুন নতুন ইস্যু। এই বছর কোন ইস্যুই মিস না করার ইচ্ছা। এছাড়া আমার এই নিশনামা ব্লগে অন্যান্য সব বিষয় নিয়ে নিয়মিত লেখার প্ল্যান করে রেখেছি। তাই নিয়মিত আমার লেখা পড়তে চাইলে ব্লগে ঢু মারতে থাকবেন প্রতি সপ্তাহে!

– নিশাত শাহরিয়ার
***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

***            ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***        ***

নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে। 

আমাকে ফলো করুন এইসব সাইটেঃ

 

পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.