নিশাত শাহরিয়ার নিশনামা ডাইজেস্ট ইস্যু ৬৮

বি এন অবসল্যুট মনস্টার, অ্যাপল ইন্টেলিজেন্স এবং ডেনজেল ওয়াশিংটন | নিশনামা ডাইজেস্ট ৬৮

নিশনামা ডাইজেস্টের ৬৮তম ইস্যুতে স্বাগতম! গত সপ্তাহের নিশনামা ডাইজেস্ট মিস হয়ে গিয়েছিলো। তাই আর দেরি করলাম না এই ইস্যুটা লিখতে। 

এই ইস্যুতে যা আছেঃ

  • কেনো অপ্রতিরুদ্ধ হবেন? 
  • অ্যাপল ইন্টেলিজেন্স 
  • কিভাবে ব্রিলিয়ান্ট কন্টেন্ট ক্রিয়েটররা টাকা আয় করছে?
  • গ্রেট এক্টিং, এবং ডেনজেল ওয়াশিংটন 
  • দ্যা ইনসেইন বিজনেস অফ লায়োনেল মেসি 
  • দ্যা ফেমাস আর্থরাইজ ফটো
  • আমেরিকান পাবলিক স্কুলের ছাত্রের একদিনের দৈনন্দিন জীবন

তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু ৬৮!


“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”


♣ এই সপ্তাহের ভাবনা

অপ্রতিরুদ্ধ হোন আর দেখিয়ে দিন
Source: @drgurner

সত্যি কথা বলতে কি এই পৃথিবীতে অনেক সম্পদ তৈরি হয়েছে শুধু মাত্র অন্যদের ভুল প্রমাণ করার জন্য, বা দেখিয়ে দেওয়ার জন্য। 

যারা আপনাদের ভেতরের সম্ভাব্য সেরাটাকে দেখতে পায় না, উঠতে বসতে ছোট করে তাদের সাথে “বি এট পিস” থিওরিতে যাবেন না বা এড়িয়ে যাবেন না। বি এ অবসুল্যট মনস্টার। এতই অপ্রতিরুদ্ধ হোন যে সবাই অবাক হয়ে যায়।

আপনি কি এটা বিশ্বাস করেন? মাঝে মাঝে মনে হয় এটা সত্যিই। 

আমার বিশ্বাস অন্যকে ভুল প্রমাণ করার চেষ্টা কারো কারো জন্য একটা প্রধান মোটিভেটর হতে পারে যদি আপনি আপনার ঘৃণাকে কন্ট্রোল করেন। 

আমি আমার লাইফে সেই রকম একটা আগুণ নিজের ভেতরে অনুভব করি নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে যখন কিছু মানুষদের অতীতে আমাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার কথা মনে হয়।


♣ টেকনোলজি

অ্যাপল ইন্টেলিজেন্স এপল কোম্পানি
Source – @macrumorslive

◘ কয়েক দিন আগে, অ্যাপল তাদের সব ডিভাইসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ট্রডিউস করলো। অ্যাপল তো অ্যাপলই, তাই একটু ঘুরায় ফিরাইয়া এইটার নাম রাখছে অ্যাপল ইন্টেলিজেন্স। 

আসলে জিনিসটা হচ্ছে ওপেন এআইয়ের চ্যাটজিপিটি দিয়ে তাদের সিরিকে পাওয়ার করছে আর কিছু না। 

এইটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, অ্যাপল ইউজারদের ডাটা যে ওপেন এআই পেয়ে যাচ্ছে সেটা কিভাবে তারা ব্যবহার করবে। 

আপনার এই নিয়ে মতামত কি? আপনি কি অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করছেন না চ্যাটজিপিটি আগ থেকেই ব্যবহার করেন?


♣ ক্রিয়েটর ইকোনমি

ইনফ্লুয়েন্সার মার্কেটিং আগামী কয়েক বছরে ২৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। অর্থ্যাৎ কোম্পানিগুলা কন্টেন্ট ক্রিয়েটরদের পেছনে তাদের মার্কেটিং বাজেট বাড়িয়ে দিবে এবং কাড়ি কাড়ি ডলার ঢালা হবে (হচ্ছে) ইনফ্লুয়েন্সারদের পেছনে। 

বাইরের দেশে ইউনিভার্সিটিগুলো অলরেডি কন্টেন্ট ক্রিয়েশনের উপর নানান রকম কোর্স অফার করা শুরু করেছে, মিস্টার বিস্টের মতো বড় বড় ডিজিটাল ক্রিয়েটর এইসব ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস নিচ্ছে আর মানুষ টাকা খরচ করে সেগুলায় জয়েনও করছে। 

আগামীতে আপনার আমার বাচ্চারা হয়ত ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইবে। এখনি আমেরিকার সিংহভাগ বাচ্চারা বড় হয়ে ইউটিউবার হতে চায়! 

কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন আসছে, এই কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে টাকা আয় করে? তারা কি আসলেই টাকা আয় করে নিজেকে সাস্টেইন করতে পারে? 

How Brilliant Creators are Making Money in 2024 // Modern Millie

এই ভিডিওতে তার উত্তর পাবেন। একদম ডিটেইলে! পুরোটা দেখবেন, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনার পুরো ধারনাই পাল্টে যাবে বলে দিলাম!


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

◘ আমেরিকানদের লাইফ নিয়ে আমাদের অনেক ভুল ধারনা আছে। আমি নিজেও ছোটবেলা থেকে অনেক ভুল ধারনা নিয়ে বড় হয়েছি। আসলে আমেরিকান লাইফ আর আমাদের লাইফের মাঝে পার্থক্য অনেক কম।

এই ভিডিওটা দেখুনএই ভিডিওতে আমেরিকান এক কিশোর নিজের পাবলিক স্কুলের একদিনের কার্যক্রম তুলে ধরেছে। 

A Day In The Life At AMERICAN PUBLIC SCHOOL

খুব বেশি কি আলাদা আমাদের জীবন থেকে?


♣ পপ-কালচার

ডেনজেল ওয়াশিংটনকে আমি হলিউডের সেরা অভিনেতাদের একজন মনে করি। তাকে আমি যতি দেখেছি আর যত মুভিতে তার অভিনয় উপভোগ করেছি — বুক অফ ইলাই, দ্যা ইকোয়ালাইজারের তিনটা পর্ব, ম্যান অফ ফায়ার (মাসুদ রানার পাঠক হলে অবশ্যই দেখবেন), দ্যা ম্যাগনিফিসেন্ট সেভেন, আন্সটপেবল (আমার পছন্দের একটা মুভি, কয়েকদিন পর পর দেখি), টেকিং অফ পেহলাম ওয়ান টু থ্রি, এবং আর অসংখ্য মুভি আছে তার যেগুলা বার বার দেখা যায়। 

There’s Great Acting, Then There’s Denzel Washington // Renzy

এই ভিডিওটা ডেনজেল ওয়াশিংটনের অভিনয় নিয়ে একটা ভিডিও এনালিসিস, দেখে মজা পাবেন।


♣ ব্যবসা

ফুটবল পাগল ফ্যান মাত্রই কাউকে জিজ্ঞেস করে দেখেন দুনিয়ার সেরা ফুটবলার কে? এক নামই বার বার উঠে আসবে – লায়োনেল মেসি! 

তাকে ফুটবলের বাইরের দুনিয়াও এখন ভালো করে চিনে – কিছুদিন আগে সৌদি আরবের বিলিয়ন ডলার অফার ঠুকরে অনেক কম টাকায় ইন্টার মিয়ামিতে নিজের দল বদল করায়। 

আপনি হয়তো অবাক হচ্ছেন, একজন ফুটবলারকে আমি এই বিজনেস সেকশনে ফিচার করছি কেন? তাহলে এই ভিডিওটা আপনার দেখতে হবে।

The Insane Business of Lionel Messi // Athletic Interest

মেসি ইন্টার মিয়ামিতে যোগদানের পর তাদের ক্লাবের রেভিনিউ ট্রিপল হয়ে গেছে, অ্যাপল টিভি তাদের সিজনাল পাস অপশনে ২ মিলিয়ন নতুন সাবস্ক্রাইবার যুক্ত করেছে, এবং এডিডাস মিলিয়নের উপর পিংক টিশার্ট বিক্রি করেছে! মেসি যেখানেই যায় টাকা তাকে ফলো করে। 

কিন্তু এসব থেকে মেসি কত আয় করেছে? ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না আয় ছোটখাট ফুটবলারের পেছনে কি রকম বড় একটা বিজনেস রানিং আছে! বিলিয়ন ডলারের বিজনেস! 

এই ভিডিওটা ভালো লাগলে আমি বলব জেনারেলিস্টের লেখা এই আর্টিকেলটা পড়তে, ভিডিওটা এই আর্টিকেল থেকে ইন্সপায়ার্ড।


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

◘ এনরিক ইগলেসিয়াস এর এই গানটাই কেন জানি বার বার শুনতে বোরিং লাগে না। তার হিরো গানের পর এই গানটা আমার বিশেষ প্রিয়। 

 Enrique Iglesias – Bailando ft. Mickael Carreira, Descemer Bueno, Gente De Zona

এনরিকের আর কোন গান আপনার ভালো লাগে?

♣ এ সপ্তাহের ছবি

ফেমাস আর্থরাইজ ফটো এপোলো নভোচারীদের তোলা ছবি নাসা
The famous Earthrise picture captured by Apollo astronauts has helped to inspire awe by giving us perspective of humanity’s place in the Universe (Credit: NASA)

◘ চমৎকার এই ছবিটা রিয়েল ছবি, কোন এআই দিয়ে বানানো না। এপোলোর নভোচারীরা এই ছবিটা চাঁদ থেকে তুলেছিলেন যাকে বলা হয় ফেমাস আর্থরাইজ ফটো। 

মহাবিশ্বে মানুষের অবস্থান কোন জায়গায় এটা নিয়ে অন্যরকম একটা দৃষ্টিকোণ থেকে আমাদের ইন্সপায়ার করে এই ছবি।  

এই ফটো নিয়ে আরো জানতে চাইলে বিবিসির এই কমপ্লিমেন্টারি আর্টিকেলটা পড়তে পারেন।


♣ এই সপ্তাহের উক্তি

“When the facts change, I change my mind. What do you do, sir?”

যখন ফ্যাক্ট পরিবর্তন হয় তখন আমিও আমার চিন্তাভাবনা পরিবর্তন করি। আপনি কি করেন?


এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৬৮ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহের বুধবারে আমি নতুন ইস্যু লিখতে চেষ্টা করি। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।

– নিশাত শাহরিয়ার

লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.