ক্রিপ্টোকারেন্সির সহজলভ্যতার পথে বড় বাধা, ব্যাড বয় উইল স্মিথ ও এমেজিং ব্রুনো মার্স | নিশনামা ডাইজেস্ট ২২
নিশনামা ডাইজেস্টের ২২তম ইস্যুতে স্বাগতম!
ভাইরেভাই, লোকে বলে ওয়ার্ক ফ্রম হোমে অনেক মজা। কিন্তু গত দুই মাসের কাজের স্ট্রেসে আমার ওজন ৩ কেজি কমে গেছে! কাজের চাপ জায়গা দেখে না রে ভাই!
যাই হোক এই সপ্তাহের নিশনামা ডাইজেস্ট শুরু করা যাক!
Photo by Lina Kraftsoff on Unsplash |
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এই সপ্তাহের ভাবনা
সবাই বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টকারেন্সিকে আগামী দিনের লেনদেনের ভবিষ্যৎ আখ্যা দিয়ে বসে আছে। সবার ধারণা একসময় টাকা বা ডলার সহ সকল মুদ্রাকে ক্রিপ্টোকারেন্সি প্রতিস্থাপন করবে। কিন্তু এটা কেউ বলে না যে, এখনো বিশ ডলার ইথেরিয়াম ব্লকচেইনে ট্রান্সফার করতে গেলে ৫০০ ডলার গ্যাস ফি আসে!
ক্রিপ্টোকারেন্সি গ্যাস ফি |
এখানে গ্যাস ফি হচ্ছে ব্লক চেইনে ক্রিপ্টো ট্রান্সফার করার একটা ফি। আমি এটা খুব সহজ ভাবে এখানে বলে দিলাম, কিন্তু ব্যাপারটা একটু জটিল। এখানে পড়ুন।
আসল কথা যা বলছিলাম, এই গ্যাস ফি যত কমে না আসবে ক্রিপ্টোকারেন্সি সাধারণ জনগণের মাঝে তত তাড়াতাড়ি সহজলভ্য হয়ে উঠবে না।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ টেক
নিজের কোম্পানি টেসলার শেয়ার বিক্রি নিয়ে টুইটারে পোল খোলার পর সেটায় সবার ভোট ইয়েস হওয়ার পর নিজের কোম্পানির শেয়ার বিক্রি শুরু করলেন ইলন মাস্ক। অবশ্য অনেক আগেই নিজের শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়ে রেখেছিলেন তিনি। এই শেয়ার বিক্রির পরপরই টেসলার শেয়ারের দাম কমে যায়।
ইলন মাস্কের টুইটার পোল |
ইলন মাস্ক নিজের কোম্পানিতে কোন বেতন নেন না, এমনকি কোন বোনাস না। এই সপ্তাহে তিনি ৬.৯ বিলিয়ন ডলারের টেসলা শেয়ার বিক্রি করেন।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
কোর্স B01: ফটোগ্রাফী
কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
কোর্স B08: রোবটিক্স পরিচিতি
কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
কোর্স B011: রন্ধনকলা ১০১
কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ ইউটিউব থেকে
◘ উইল স্মিথ আমার খুব পছন্দের একজন সেলিব্রেটি। তাঁর ইউটিউব জার্নির শুরু থেকে তাঁর চ্যানেল ফলো করচ করছিলাম। শুধু মাত্র তাঁর পার্সোনালিটি ও অথেটিসিটির জন্য। সম্প্রতি নিজের চ্যানেলে ইউটিউব অরিজিনাল ইউটিউব সিরিজের আন্ডারে নিজের ওয়েব সিরিজ “The Best Shape of My Life” মুক্তি দিলেন। এখন পর্যন্ত বেশ কয়েকটা এপিসোড এসে গেছে।
এমন ইমোশনাল জার্নি সরাসরি এত খোলামেলা ভাবে আর কোন সেলিব্রেটিকে আমি কখনো শেয়ার করতে দেখিনি। আপনি যদি ব্যাড বয় উইলের ফ্যান হয়ে থাকেন এই সিরিজটি মিস করবেন না!
সিরিজটির ট্রেইলারঃ
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ গত সপ্তাহের সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেলের মাঝে ১,৩,৬ নাম্বারে ছিল মিস্টার বিস্টের নিজের মেইন চ্যানেলসহ তিনটা ডাব চ্যানেল! বিস্টের মতোই ইউটিউব জয় করে চলেছে জিমি!
◘ টিকটক ক্রিয়েটরদের জন্য ডাইরেক্ট টিপিং ফিচার আনতে যাচ্ছে, এতে সহজেই ক্রিয়েটরদের ফ্যানরা তাদের প্রিয় ক্রিয়েটরকে সহজেই টিপ পাঠাতে পারবে।
◘ ইউটিউব শেষ পর্যন্ত তাদের ভিডিও ফিচার থেকে ডিসলাইক বাটন তুলে নিতে যাচ্ছে। আহারে ইউটিউব। নিজেদের রিউইন্ডে সবচেয়ে বেশি ডিসলাইক পাওয়ার ধাক্কা সামলাতে পারে নাই এত বছর পরেও হাহাহা!
◘ ইউটিউব টুইচ এর মতো বেশ কিছু নতুন ফিচার আনতে যাচ্ছে। যেমন- “gifted memberships” ও “live redirect”
◘ টুইটার শেষমেশ তাদের ফ্রি সার্ভিসের বাইরে নতুন কিছু ফিচার এড করে “টুইটার ব্লু” নামে নতুন সাবস্ক্রিপশন আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া উন্মুক্ত করলো। এখন তাদের এই প্রিমিয়াম ফিচারগুলো এই দেশে ইউজাররা মাসিক একটা ফির মাধ্যমে ব্যবহার করতে পারবে।
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৭ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এ সপ্তাহের গান
ব্রুনো মার্সের গান পছন্দ? এই ছোটখাট লোকটারে আমার এত্ত পছন্দ! কি গলা উনার! তাঁর নতুন এই গানটা স্মোকিং হট!
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এ সপ্তাহের ছবি
দ্যা ড্রাগন – ব্রুস লি |
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
♣ এই সপ্তাহের উক্তি
“গড়পড়তা মনের মানুষরা আপনাকে অপছন্দ করবে এবং ঘৃণা করবে যখন আপনি তাদের অল্প সময়ের মধ্যে ছাড়িয়ে যাবেন।
যদিও উজ্জ্বল মন আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনাকে সম্মান করবে, আপনার কাছ থেকে শিখবে, তারপর তাদের নিজের জীবনে এটি প্রয়োগ করবে।”
*** *** *** *** *** *** *** *** *** *** *** ***
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
ইস্যু কেমন লাগলো কমেন্টে জানাবেন।
– নিশাত শাহরিয়ার
আগের ইস্যু পড়ুন এখানেঃ
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০১
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০২
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৩
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৪
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৫
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৬
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৭
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৮
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ০৯
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১০
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১১
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১২
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৩
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৪
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৫
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৬
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৭
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৮
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ১৯
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ২০
- নিশনামা ডাইজেস্ট ইস্যু ২১
আমাকে ফলো করতে পারেনঃ
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- অভিনন্দন লায়োনেল মেসি, কিশোয়ার ও রেহানা মরিয়ম নূর | নিশনামা ডাইজেস্ট ০৭
- চরকি ওয়েব সিরিজ রিভিউঃ মরীচিকা | শিহাব শাহীন, আফরান নিশো, সিয়াম আহমেদ, মাহিয়া মাহি, জোভান
- কুরবানী নিয়ে যাদের চুলকানি, অসুস্থ জেনারেশন? আমাদের মব ট্রায়াল, ঈদের নাটক | নিশনামা ডাইজেস্ট ০৮
- ক্রিয়েটর ইকোনমি বা প্যাশন ইকোনমি ১ পর্ব | নিশনামা ডাইজেস্ট ০৯
- ৫২ পুড়ে যাওয়া লাশ, মিডিয়া ও আমরা | নিশনামা ডাইজেস্ট ১০
- আফগান, রন্ধনকলা ১০১, সুইসাইড স্কোয়াড ও ৬৯ | নিশনামা ডাইজেস্ট ১১
- সম্পর্ক, নেটওয়ার্কের বাইরে, আমার পৃথিবী ও লিজেন্ডস | নিশনামা ডাইজেস্ট ১২
- আমাদের অনলাইন হিপোক্রেসি, কেইইসি ও নিও | নিশনামা ডাইজেস্ট ১৩
- ফেসবুকে ঘরবাড়ি, ঠিক-বেঠিক মার্কেটিং, ফটোগ্রাফীর অ আ ক খ ও ম্যাট্রিক্স! | নিশনামা ডাইজেস্ট ১৪
- সাম্প্রদায়িকতার বিষ, মহাকাশে আবার মানুষ পাঠাল স্পেসএক্স ও ডেক্সটার ইজ ব্যাক! | নিশনামা ডাইজেস্ট ১৫
- সৌন্দর্য্যের গর্ব, অর্ণব ও হিট-মাংকি! | নিশনামা ডাইজেস্ট ১৬
- ফেসবুক হুইসেলব্লোয়ার, ফেসবুকের সার্ভিস ডাউন ও বিশ্বব্যাপী তার প্রভাব | নিশনামা ডাইজেস্ট ১৭
- আমাদের ধর্মানুভূতি ও তার পরিণতি, প্যান্ডোরা পেপার্স, বাংলাদেশে এডটেকের উত্থান ও স্কুইড গেইম | নিশনামা ডাইজেস্ট ১৮
- ফেসবুকের রিব্র্যান্ডিং, ট্রিলিওনিয়ার ইলন মাস্ক ও পিয়াসী মন | নিশনামা ডাইজেস্ট ১৯
- ত্রিপুরায় মুসলমানদের উপর সাম্প্রদায়িক হামলা এবং আমাদের মিডিয়া ও সুশীল সমাজের নীরবতা | নিশনামা ডাইজেস্ট ২০
- ইলন মাস্কের প্রানশক্তি, হাজার কোটি টাকার Wow Momo, আমাদের রকমারি ও মরবিয়াস | নিশনামা ডাইজেস্ট ২১
- ক্রিপ্টোকারেন্সির সহজলভ্যতার পথে বড় বাধা, ব্যাড বয় উইল স্মিথ ও এমেজিং ব্রুনো মার্স | নিশনামা ডাইজেস্ট ২২
- ফিনান্সশিয়াল ফ্ল্যাশ মব, Constitution DAO, ওয়েব 3.0 ও বার্সেলোনা | নিশনামা ডাইজেস্ট ২৩
- লেখকদের সম্মানী প্রদানের মানসিকতা, নাসার নতুন মিশন ও রিয়েল লাইফ স্কুইড গেইম! | নিশনামা ডাইজেস্ট ২৪
- টেসলা সাইবারকোয়াড, আর্ট মার্কেট, জ্যাক ডরসি ও সুপারহিরো টিভিশো | নিশনামা ডাইজেস্ট ২৫