হেই ফেলিসিয়া! | কবিতা
আমি অবাক রাত্রিরে ঘুমুতে যাই,
আমার ঘুম আসে না।
আমি বিশাল আসমানে রাতের তারায় ঘুরে বেড়াই,
আমার ঘুম আসে না।
আমার যত অবাক সব দুঃখ মিটিমিটি হাসে,
আমি এন হ্যাথওয়ের পেছনে বাইসাইকেলে বসে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখি।
আমি যখন ভাতঘুম দেই ধূসর বিকেলে
অচেনা মেয়েটি আমার ক্লান্ত মুখ দেখে মুচকি হাসে।
ফেলিসিয়া জানো কি?
আজকাল আমার স্বপ্নদোষও হয় না!
জমিন কাঁদে ফসলের হাহাকারে।
এমনতো নয় যে, আমি নত নই।
আমি ক্লান্ত নই।
আমি আমার দুনিয়ার শাখা প্রশাখায় তার গুনি,
আর দিন শেষে জলের সব গান শুনাই।
মনে রেখো,
হেই ফেলিসিয়া,
তোমার জলে ডুব দিয়েই আজ আমার এই ফল।
~নিশাত শাহরিয়ার
২।১৩ এম/ ৩০/১০/২০১৯
পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ
- আমি | কবিতা
- টাকা দিয়ে মোটিভেশনাল সেমিনার এটেন্ড করা মানেই ফাউল? ধান্দাবাজি? | বাঁকা চোখে
- বইয়ের পাতায়, বইয়ের ঘ্রানে……ও আমার সোনালি দিন!
- শেরি | উপন্যাস | প্রথম পর্ব
- আমার লাইব্রেরি | বইয়ের তালিকা
- বিরামচিহ্ন | কবিতা
- মধ্যরাতের পঙতিমালা 💔💔💔 | অনু কবিতা
- এবং “বিয়ে”
- ওরা রোদ্দুর হতে চেয়েছিল | কবিতা
- আমার এই আঙিনায় তোমার পায়ের ছাপ কখনো পড়বে না! | কবিতা
- যে বই পড়লামঃ জুবোফ্স্কি বুলভার- মশিউল আলম | পাঠ প্রতিক্রিয়া | বুক রিভিউ
- হেই ফেলিসিয়া! | কবিতা
- পপুলার হওয়া আর বিখ্যাত হওয়া দুইটা দুই জিনিস | উক্তি ১
- ফিলিস্তিনিদের জন্য হ্যাশট্যাগ কতটা কার্যকরী?
- ইন্ট্রোভার্ট লিডারশীপ, ফ্যামিলি ম্যান সুপারম্যান, ফ্রি প্যালেস্টাইন | নিশনামা ডাইজেস্ট ০১
- ভূমিকম্প, গলফারদের ধৈর্য্য, সিলিকন ভ্যালী, লায়োনেল মেসি | নিশনামা ডাইজেস্ট ০২
- ইস্যুময় ফেসবুক, ক্রিশ্চিয়ানো রোনালদো ও ইসরো | নিশনামা ডাইজেস্ট ০৩
- এসো বেদুইন হই, জব লাইফ, সম্পূর্না ও লোকি | নিশনামা ডাইজেস্ট ০৪
- লকডাউন, ওয়ার্ডপ্রেস ডিল, ক্রিয়েটিভিটিরও দাম আছে! | নিশনামা ডাইজেস্ট ০৫
- ট্র্যাজেডি, জাপানের বাচ্চারা ও আত্নবিশ্বাসী নারী | নিশনামা ডাইজেস্ট ০৬