নিশনাম ডাইজেস্ট ৪৪

ভবিষ্যতের ইউটিউব বিলিওনিয়ার, টুইটার প্রেডিকশন ও জ্যারেড লেটো | নিশনামা ডাইজেস্ট ৪৪

নিশনামা ডাইজেস্টের ৪৪তম ইস্যুতে স্বাগতম!

এই ইস্যুতে যা আছেঃ

  • টুইটারের ভবিষ্যত নিয়ে এক্সপার্টদের মতামত
  • বিজনেস যেভাবে ফেইল করে
  • জ্যারেড লেটো কেন এত বিতর্কিত?
  • সিএনএনের ৩০০ মিলিয়ন ডলারের ডিজাস্টার
  • টেক কোম্পানির ইন্টারনাল কথাবার্তার লিকস
নিশনামা ডাইজেস্ট ইস্যু ৪৪ ফিচার ইমেইজ
Photo by Robert Zunikoff on Unsplash

♣ এই সপ্তাহের ভাবনা

১.

ভাইরাল জ্বরে আক্রান্ত সমাজ
ফেসবুক স্ট্যাটাসঃ এমডি সোহরাব হুসেইন

এই ভাইরাল জ্বর থেকে আমরা কবে বের হতে পারব? সাধারণ জিনিসকেও আমরা অতিরঞ্জিত করে ফেলি।

২.

কোক স্টুডিও বাংলা
ফেসবুক স্ট্যাটাসঃ Shakib Mustavee

ট্রেন্ডে ভেসে না গিয়ে কোয়ালিটির জন্য কি আমরা একটু সময় দিতে পারি না?

৩.

খুশির আনন্দে আমরা এমন কিছু না করে ফেলি যেন সারা জীবন আমাদের পস্তাতে হয়।
এই ভিডিওটি আমাদের সবার দেখা উচিত, এই কথাগুলো মনযোগ দিয়ে শোনা উচিত!

৪.

জাফলং ইস্যু পর্যটকদের মারধর
ফেসবুক স্ট্যটাসঃ আরিফ জেবতিক

“জাফলংয়ে পর্যটকদের উপর ইজারাদারদের নির্মম হামলায় আমি হতভম্ব হয়ে বসে আছি। প্রকাশ্য দিবালোকে পর্যটক একজন নারীর উপর লাফিয়ে লাফিয়ে লাঠি দিয়ে পেটাচ্ছে, এই দৃশ্য দেখলে হার্টবিট বেড়ে যায়। যে কোন ঘটনা ঘটার পরে সেটির ভিডিও যদি ভাইরাল হয়, তাহলে পুলিশ দুয়েকটা গ্রেফতার করে; এখানেও তাই হয়েছে। কিন্তু কেন হামলাকারীদের বাকিদের গ্রেফতার করা হবে না, কেন ইজারাদারের ইজারা বাতিল করা হবে না, এই বিষয়ে সিলেটের প্রশাসনকে অবশ্যই জবাবদিহি করতে হবে।”

– আরিফ জেবতিক
পুরো পোস্ট পড়ুন এখানে


♣ এই সপ্তাহের Must Read

ইলন মাস্ক ও টুইটার নিয়ে আমি নিশনামা ডাইজেস্টের প্রতিটি ইস্যুতেই কিছু না কিছু লিখছি বা শেয়ার করছি। আসলে না লিখেও পারছি না। এইটা আসলেই একটা হট ইস্যু।

আজকে আমি তিনটা আর্টিকেল শেয়ার করব। তিনটাই বেশ নামিদামী লোকের লেখা অপিনিয়ন, ইলন মাস্ক কিভাবে টুইটার চালাতে পারে বা ইলন মাস্ক কিভাবে চালাতে পারেন। ইন্টারেস্টিং ইনসাইট পাবেন।

প্রথম আর্টিকেলটা সিলিকন ভ্যালীর বিখ্যাত থিংকার, এঞ্জেল ইনভেস্টর ও টেক পার্সন বালাজি শ্রিনিবাসনের। কিভাবে ক্রিপ্টো দিয়ে ইলন মাস্ক টুইটারকে জয় করতে পারে ও আমেরিকান পলিটিশিয়ানদের হারাতে পারে তার একটা ধারণা বালাজি শেয়ার করেছেন।

ইলন মাস্ক টুইটার বালাজি শ্রী নিবাসন
ইমেজ সোর্সঃ বালাজি

বেন থম্পসন টেক এনালিস্ট ও বিখ্যাত সাংবাদিক। তার বিখ্যাত নিউজলেটার স্ট্র্যাটাচেরিতে তিনি লিখেছেন ইলন মাস্ক টুইটারকে দুইটা কোম্পানিতে ভাগ করে নিলে কি কি সুবিধা পেতে পারে।

টুইটার বেন থম্পসন ইলন মাস্ক
ইমেজ সোর্সঃ স্ট্রেটেচারি

যারা ডিজাইন ও ইউএক্স নিয়ে খুব অবসেসড তারা এই আর্টিকেলটা পড়ে মজা পাবেন। কিভাবে টুইটারের ইউএক্স পরিবর্তন ট্রান্সপিরেন্সি ও ফ্রিডম অফ স্পিচে ভূমিকা রাখতে পারে তাতুলে ধরা হয়েছে এই আর্টিকেলে।

ইলন মাস্ক টুইটার
ইমেজ সোর্সঃ বিল্ট ফর মারস

♣ টেক

ইন্টারনাল টেক ইমেইলস বলে টুইটারে একটা একাউন্ট আছে, যা টেক কোম্পানি ও সিলিকন ভ্যালির ইন্টারনাল ইমেইল ও ডকুমেন্টস গুলো তুলে ধরে। এই ইমেইল গুলা বিভিন্ন কোর্ট ডকুমেন্ট ও কোম্পানির অন্যান্য পাবলিক আর্কাইভ থেকে নেওয়া।

যেমন এই কথোপকথনটা দেখেন। ইলন মাস্ক ও এক সৌদি প্রিন্সের সাথে আআপ আলোচনার বার্তা। এক সময় ইলন মাস্ক যে টেসলাকে প্রাইভেট করে নিবে বলে টুইট দিছিলো সেইটা নিয়ে।


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ এই সপ্তাহের ভিডিও

গুগল ইন্ডিয়ার এই এডটাকে বিট করার মতো আর কয়টা এড আছে?

সোর্সঃ গুগল ইন্ডিয়া

এই এডটা দেখলে বিজ্ঞাপন মনে হয় না, কি সুন্দর একটা বন্ধুত্বের গল্প কি সুন্দর করে গুগল তুলে ধরেছে!

বেশিরভাগ বিজনেস কেন ব্যর্থ হয়?

সোর্সঃ ইউটিউব

এই ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে।

খুবই ডাক-ঢোল পিটিয়ে সিএনএন তাদের স্ট্রিমিং সার্ভিস চাউ করেছিলো, এক মাসই চালাতে পারে নাই বন্ধ করে দিতে হয়েছে!

সোর্সঃ কোল্ড ফিউশন ইউটিউব

আমেরিকার সংবাদ মাধ্যম থেকে মানূষের আস্থা কতটুকু উঠে গেছে তার একটা জ্বলজ্যান্ত প্রমাণ এই ঘটনা। বিস্তারিত এই ভিডিও দেখলে বুঝতে পারবেন।

মানুষের পাশে দাড়ানোর জন্য আপনার খুব বেশি কিছু করতে হবে না। আসুন নিজের সামর্থ্য অনুযায়ী আশেপাশের মানুষগুলার মুখে হাসি ফুটাতে সচেষ্ট হই! দেখুন ভিডিওটি।

কাপ্তাই লেকে সূর্যাস্থ! অপরুপ বাংলাদেশ!


♣ ক্রিয়েটর ইকোনমি

এই ইউটিউবাররা আগামী দিনের বিলিওনিয়ার!
আমাদের দেশের ইউটিউবারদের বিদেশের ইউটিউবারদের দেখে অনেক কিছু শেখার আছে!

সোর্সঃ ইউটিউব

♣ পপ-কালচার

◘ জ্যারেড লেটোকে কে না চেনে! ডিসির জোকার থেকে মার্ভেলের মরবিয়াস! কিন্তু আপনি কি জানেন নিজের ফ্যান ফলোয়ারদের মাঝে বলতে গেলে প্রায় কাল্ট লিডারদের মতো জনপ্রিয়তা তার।

জ্যারেড লেটোকে নিয়ে কেন এত বিতর্ক?

সোর্সঃ ইউটিউব

♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

অনেকেই হয়তো জানেন না, জ্যারেড লেটর একটা ব্যান্ড আছে তার ভাইয়ের সাথে। নাম Thirty Seconds To Mars, তাদের বিখ্যাত একটা গান – Closer To The Edge আমার প্রিয় একটা গান!

সোর্সঃ থার্টি সেকেন্ডস টু মারস

এই গানের কমেন্টে এই কমেন্টের স্ক্রিনশটটা দেখুন।

জারেড লেটো
সোর্সঃ ইউটিউব কমেন্ট

আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!
Rtv লাইভ প্রোগ্রামে হায়দার ভাই, পার্থদা,বাপ্পাদা মিলে হায়দার ভাইর গান🎶আমি ফাইসা গেছি 🎶 ওনাদের পারস্পরিক মধুর সম্পর্কটি এখানে দরুন ভাবে ফুটে উঠেছে 💚❤️দেখলেই বুঝতে পারবেন।


♣ এ সপ্তাহের ছবি

এই সপ্তাহের ছবি নিশনামা ডাইজেস্ট ইস্যু ৪৪
two swans, acrylic, 2022 [Posted by
u/Anastasia_Trusova]

♣ এই সপ্তাহের উক্তি

“মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি। তাকে হয়তো ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না।”

– আর্নেস্ট হেমিংওয়ে


এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

ইস্যু ৪৪ কেমন লাগলো কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু।
— নিশাত শাহরিয়ার

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট – প্রতি সপ্তাহে আমার চিন্তাভাবনার প্রতিচ্ছবি ও পছন্দের দেখা, পড়া, শোনার একটা ডিজিটাল ডায়েরী।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব থেকে, এ সপ্তাহের গান,ও ছবিসহ অনেকগুলো ক্যাটাগরী নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! পড়ার আমন্ত্রণ রইলো।”



লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

পড়ুন নিশাত শাহরিয়ারের অন্যান্য লেখাঃ

Similar Posts

এই লেখা পড়ে আপনার কেমন লেগেছে? কমেন্ট করুন ও আমাকে জানান! আসুন এই আলাপের মাধ্যমে একই ইন্টারেস্টে আমরা বন্ধু হই!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.